কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটোরিকশা, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
রোববার (২৭ অক্টোবর) উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কে বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ময়ূরী বেগম (৭৫)। তিনি ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের বস্তিতে বসবাস করা গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম জানান, ঘোড়াশালের ঘোড়া চত্বর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাঁচদোনার দিকে যাচ্ছিল। বাইপাস সড়কে পৌঁছালে দৌড়ে সড়ক পার হওয়া একটি কুকুরের সামনে পড়ে। এ সময় অটোরিকশা চালক কুকুরটিকে বাঁচাতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারান। এতে কুকুরটি বেঁচে গেলেও অটোরিকশা উল্টে যায়। নিচে চাপা পড়েন চালকের পাশে বসা ময়ূরী বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে ওই নারী নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হৃদয়/কেআই