ঢাকা     সোমবার   ২৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১২ ১৪৩১

সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে কর্মবিরতি

রাঙামাটি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৪৮, ২৮ অক্টোবর ২০২৪
সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে কর্মবিরতি

খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা প্রতীকী কর্মবিরতি পালন করেছে। 

সোমবার (২৮ অক্টোবর) সকালে ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করা হয়। 

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সাবেক প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ৫টি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হামলার মামলা দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যমূলক। তিনি কলম দিয়ে লেখালেখি করেন, কোনও হামলা-অগ্নিসংযোগে জড়িত নন। 

এই ধরনের হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ দাবি করে বক্তারা দ্রুত প্রদীপ চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

প্রতীকী কর্মবিরতি শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

শংকর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়