পদ্মায় দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই ইউপি সদস্য।
সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছানোয়ার হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে দুই ইউপি সদস্যের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ হামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পদ্মায় কুমারখালী থানার দুই উপ-সহকারী পরিদর্শকের (এএসআই) ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে। তবে কী কারণে তারা পদ্মায় গিয়েছিল সেটা জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শী জেলে শুভ জানান, ভোররাতে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য কুমারখালী থানার চার পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। নৌকাটি জেলেদের কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল।
পদ্মায় কোনো অভিযান ছিল কি না? এমন প্রশ্নে কুমারখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, ‘রাতে কোনো মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে জানি না।’
কাঞ্চন/কেআই