ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৮ অক্টোবর ২০২৪  
টঙ্গীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত শফিকুল ইসলামের (৪০) স্ত্রী পলি বাদী হয়ে গতকাল রোববার রাতে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি সোমবার (২৮ অক্টোবর) জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান। 

গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওয়া পুরাতন মসজিদ এলাকায় হামলা হয়। এ ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আরো পড়ুন:

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন লোক ভুক্তভোগী শফিকুলের ওপর হামলা করছেন। এসময় ভুক্তভোগীকে আঘাত থেকে বাঁচতে এদিক-সেদিক দৌঁড়ে পালানোর চেষ্টা করতে দেখা গেছে। 

অভিযুক্তরা হলেন- বড় দেওড়া পুরাতন মসজিদ এলাকার মৃত নজার ছেলে মনতাজ (৬৫), জয়নাল সরকারের ছেলে জাকির সরকার (৩৭), মো. হালিম (৪২), মো. রিপন সরকার (৪৫) ও রিপন সরকারের ছেলে মো. রিফাত (১৮)। 

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর স্ত্রী জানান, শফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী। অভিযুক্তরা শফিকুলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় গত শুক্রবার শফিকুল ইসলামের ওপরে ধারালো অস্ত্রসহ হামলা চালায় অভিযুক্তরা। এসময় তারা শফিকুলের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে আহত অস্থায় শফিকুলকে উদ্ধার করে প্রথম টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ভুক্তভোগী শফিকুল ইসলামের স্ত্রী পলি বলেন, ‘আমার স্বামীকে যেভাবে তারা কুপিয়েছে তা অবর্ণনীয়। আমার স্বামীর ওপর যারা হামলা চালিয়েছে তাদের কঠোর বিচার চাই।’ 

অভিযুক্ত জাকির সরকার বলেন, ‘তারা দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমি কারণ জানতে গেলে কিছুটা বিশৃঙ্খলা হয়। এঘটনায় আমরাও থানায় অভিযোগ করেছি।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়