ঢাকা     সোমবার   ২৮ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১২ ১৪৩১

চাঁদপুরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ অক্টোবর ২০২৪  
চাঁদপুরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: চাঁদপুরের ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬

আরো পড়ুন:

মুহাম্মদ লোকমান জানান, পদ্মা ওয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

প্রসঙ্গত, গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে ৪টার দিকে চাঁদপুর শহরের কয়লাঘাট পদ্মা অয়েল কোম্পানির ডিপো এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে ‘এমভি সাদিয়া অনিক’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জাহাজে থাকা ছয় কর্মচারী দগ্ধ হন। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়