লাঠি হাতে সলিমুল্লাহ মেডিক্যালের ক্লাসে ঢুকে পড়া যুবক আটক
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাথায় কালো কাপড় বেঁধে লাঠি হাতে নিয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার আগ মুহূর্তে কিশোরগঞ্জ সদরের গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম জুবায়ের ইলাহি (২২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে ও গুরুদয়াল সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর জুবায়ের তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ চলে আসে। সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ক্লাস চলাকালে এক যুবক প্রবেশ করেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঢাকা থেকে আটকের নির্দেশনা আসে। ভিডিও ফুটেজ দেখে ওই যুবককে আটক করা হয়।
ওসি আরও বলেন, তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, জুবায়ের এর কিছুটা মানসিক সমস্যা রয়েছে। কিন্তু নিশ্চিতভাবে আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুই বলতে পারছি না।
উল্লেখ্য, রোববার (২৭ অক্টোবর) সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ক্লাস চলাকালে লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়েন ওই যুবক। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল। তখন তিনি চিৎকার করে কিছু বলছিলেন আর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন। ওই ঘটনায় ক্লাসের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পুলিশ আসার আগেই ওই যুবক সেখান থেকে চলে যান। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়। এরপর থেকেই ওই যুবককে আটক করতে অভিযান চলছিল।
রুমন/ইমন