ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

পঞ্চগড়ে পলিথিন ব্যাগ পেলেই ব্যবস্থা: জেলা প্রশাসন 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৯ অক্টোবর ২০২৪  
পঞ্চগড়ে পলিথিন ব্যাগ পেলেই ব্যবস্থা: জেলা প্রশাসন 

পঞ্চগড়ে আগামী ১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক পলিথিন ব্যাগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালেয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সভার আয়োজন করে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাবসায়ী, শিল্পকারখানা কর্তৃপক্ষ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেমকন লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জেমজুটের এইচ আর এডমিন হিমেল প্রামানিক, পরিবেশ কর্মী নয়ন তানবিরুল বারি প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‌‘পলিথিন আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে। এটা নির্মূল করার জন্য সরকার কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু হবে। পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

সভায় তিনি স্থানীয় উদ্যোক্তাদের পাটের ব্যাগ আমদানি করে পঞ্চগড়ে বিক্রি করার পরামর্শ দেন। পঞ্চগড়ের বেসরকারি দুটি পাটকল জেমজুট ও সুপ্রীয় জুটমিলকে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার আহ্বান জানান।

নাঈম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়