পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত খাগড়াছড়ি
খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, ‘পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আগামী ৫ নভেম্বর প্রত্যাহার হচ্ছে। ফলে, সেদিন থেকেই পর্যটকরা খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটগুলো বেড়াতে আসতে পারবেন। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে, পর্যটক আসার সুযোগ তৈরি হওয়ায় অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানা গেছে, অস্থির পরিস্থিতির কারণে সরকারের নির্দেশে গত ৮ অক্টোবর থেকে তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা জারি করেছিল প্রশাসন। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়ে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন এ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ব্যবসায়ী সোহেল চাকমা বলেন, ‘পর্যটক না আসার কারণে আমাদের কোনো বেচাকেনা ছিল না। আমরা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের কথা চিন্তা করে সরকার যেন আর এমন সিদ্ধান্ত না নেয় সেই আহ্বান জানাচ্ছি।’
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেণ, ‘গণঅভ্যুত্থান ও সম্প্রতি সহিংসতার পর পর্যটন ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে। পর্যটকরা আসতে শুরু করলে আমরা ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করবো।’
খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ির অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। ভবিষ্যতে পর্যটন শিল্পকে আঞ্চলিক বিরোধ ও রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার অনুরোধ জানাচ্ছি।’
রুপায়ন/মাসুদ