ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বাঘাইছড়িতে আগুনে পুড়ল সরকারি কার্যালয়

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৬, ২৯ অক্টোবর ২০২৪
বাঘাইছড়িতে আগুনে পুড়ল সরকারি কার্যালয়

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএস সিএইচটি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় আগুনে আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোয়াটারে অবস্থিত এই কার্যালয়টিতে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়টিতে আগুন দেখতে পেয়ে তারা প্রশাসনকে অবহিত করেন। পরে দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, পুলিশ ও বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আরো পড়ুন:

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, এসএস সিএইচটি কার্যালয়ে আগুন লাগে।পুলিশ-বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে,বাঘাইছড়ি উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই উপজেলায় দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়