ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় ২৭ মে. টন সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৯ অক্টোবর ২০২৪  
বগুড়ায় ২৭ মে. টন সরকারি চাল উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি গুদামে অবৈধভা‌বে মজুদ রাখা সরকারের বি‌ভিন্ন প্রক‌ল্পের ২৭ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। মজু‌দের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তালোড়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে চাল উদ্ধার এবং ব‌্যবসায়ী‌কে গ্রেপ্তার করা হয়। 

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপ‌জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথীর নেত‌ৃত্বে উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা সদস্যরা ওই গুদামে অভিযান চালান।

আরো পড়ুন:

গ্রেপ্তার ফারুক উপজেলার তালোড়া ইউনিয়নের বাশোপাতা এলাকার বাসিন্দা এবং চাল ব্যবসায়ী।

দুপচাঁচিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ফারুক বিভিন্ন সময় সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুবিধাভোগীদের কাছে বিতরণ করা চাল কেনাবেচা ও মজুত করেন— এমন অভিযোগে তার গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার গুদাম ২৭ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। ফারুকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, ফারুক দীর্ঘদিন ধরে সরকারি চাল কেনাবেচা ও মজুত করে আসছিলেন। তিনি উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতেন না।

এনাম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়