সড়কে প্রাণ গেলো স্বেচ্ছাসেবকদল নেতার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাওন বেপারী (১৯) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত শাওন ব্যাপারী পৌরসভার হাসামদিয়া গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে ও ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের কর্মী ছিলেন।
ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সজীব মাতুব্বর জানায়, নিহত শাওন ব্যাপারী তাদের সংগঠনের নেতা হিসেবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। তার বিদেশে যাওয়ার কথা ছিলো। শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক নোমান শিকদার জানান, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল যোগে মালীগ্রামের যাওয়ার সময় পথিমধ্যে হাসামদিয়া ফ্লাইওভারে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, মোটরসাইকেলটি প্রায় ১২০ কিলোমিটার গতিতে যাচ্ছিলো। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তামিম/ইমন