ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

শেখ হাসিনা হামলার নির্দেশ দিয়েছেন দাবি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:১৮, ৩০ অক্টোবর ২০২৪
শেখ হাসিনা হামলার নির্দেশ দিয়েছেন দাবি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলার নির্দেশ দিয়েছেন দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ প্রমুখ।

এর আগে, গত সোমবার (২৮ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ সদৃশ একটি ফোনালাপ ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল।

ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়েছে, তাদের বাড়িঘর নেই? সব কথা কি বলে দিতে হয়?’ জবাবে বুলবুল বলেন, ‘জি নেত্রী, আলহামদুলিল্লাহ। আপনার কথায় আমরা ভরসা রাখছি।’

ফোনালাপে শেখ হাসিনা আরও বলেন, ‘যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে তারা বেশি ভালো থাকবে না। ডিসেম্বর পর্যন্ত দেখো, ওই শত্রুরা টেকে কি না? কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটাও অস্ত্র থাকবে না।’

এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘জি নেত্রী, আলহামদুলিল্লাহ। আপনার কথায় আমরা ভরসা রাখছি।’ শেখ হাসিনা বলেন, ‘একদম।’

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শেখ হাসিনা ভারতে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। ফাঁস হওয়া ফোনালাপটি শাকিল আলম বুলবুলের দাবি করে তাকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে শাকিল আলম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মাসুম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়