ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

খাগড়াছড়িতে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ৩০ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

ফাইল ফটো

খাগড়াছড়ির পানছড়িতে ‘সন্ত্রাসীর’ গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম। তাই সেখানে যেতে সময় লাগবে।

আরো পড়ুন:

এক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, একদল সশস্ত্র ‘সন্ত্রাসী’ ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন, দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। তবে তারা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়েছে।

রুপায়ন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়