ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

মৌলভীবাজারে পাঁচ দিন ধরে দম্পতি নিখোঁজ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:৪৫, ৩০ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারে পাঁচ দিন ধরে দম্পতি নিখোঁজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা সালাম আহমদ ও তার স্ত্রীকে পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্বজনেরা।

জিডি সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বের হন সালাম ও তার স্ত্রী। পরদিন শনিবার দুপুর পর্যন্ত মোবাইলফোনে পরিবারের যোগাযোগ হয়। কিন্তু দুপুরের পর থেকে সালামের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ায় যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, যোগাযোগ করা হলে সেখানেও যায়নি বলে জানানো হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত)  আব্দুর রাজ্জাক বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

আজিজ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়