ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

আগামী সপ্তাহে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩০, ৩০ অক্টোবর ২০২৪
আগামী সপ্তাহে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বান্দরবানের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) সকালে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সভায় তিনি এ কথা বলেন।

সভায় দুটি প্রস্তাবনার কথা বলা হয়েছে। পুরো বান্দরবান জেলাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া অথবা যে কয়টিতে নিরাপত্তার ঝুঁকি আছে, সেগুলো বাদ দিয়ে পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া।

দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

আরো পড়ুন:

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

চাই মং/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়