ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

খাগড়াছড়িতে নিহত ৩ ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৩০ অক্টোবর ২০২৪  
খাগড়াছড়িতে নিহত ৩ ইউপিডিএফ কর্মীর লাশ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর সহায়তায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় আনে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

আরো পড়ুন:

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম জানান, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

নিহতরা হলেন- মন্যা চাকমা ওরফে সিজন (৫০), খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) ও পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)। এদের মধ্যে প্রথমজনের বাড়ি লতিবান ইউনিয়নের চন্দ্রনাথপাড়ায়। অপর দুই জনের বাড়ি ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান প্রকল্প এলাকায়।

প্রসঙ্গত, আজ সকাল আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় শান্তি রঞ্জনপাড়া তিনজন নিহত হন। ইউপিডিএফ-এর মুখপাত্র নিরন চাকমা নিহতদের নিজেদের কর্মী হিসেবে দাবি করে জানিয়েছেন, এ ঘটনায় প্রতিপক্ষরা দায়ী।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন,দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়েছে।

রুপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়