ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

না.গঞ্জে গ্যাস সংকট নিরসন দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৩০ অক্টোবর ২০২৪  
না.গঞ্জে গ্যাস সংকট নিরসন দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসা-বাড়িতে রান্নার জন্য গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই গ্যাস সংকট সমাধানের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সোনাকান্দা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকাসহ কয়েকটি গ্রামের নারী, পুরুষ ও শিশুরাও অংশ নেন।

সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক নারী কাউন্সিলর শিউলী নওশাদ, মাহবুব আলম, শফিউল্লাহ, মিরাজ হোসেন প্রমুখ।

আরো পড়ুন:

মানববন্ধনে পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলা শিল্পনগরী হলেও এখানে কয়েক বছর ধরে গ্যাস সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। গ্যাস সংকটের কারণে ঠিক সময়ে রান্না করতে না পেরে খাবার না খেয়ে কর্মস্থল ও বাচ্চাদের স্কুল-কলেজে যেতে হচ্ছে। সময়মত বিল দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। লাকড়ি ও সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। এতে মধ্য ও নিম্নবিত্তরা ভোগান্তিতে পড়েছে। গ্যাস সংকটের দ্রুত সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।  

শাফিকা নাজনিন নামের এক শিক্ষার্থী বলেন, বাসায় গ্যাস না থাকায় বাধ্য হয়ে বাইরে অস্বাস্থ্যকর খাবার কিনে খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তার মধ্যে এলপি গ্যাস সিলিন্ডার এবং লাকড়ির দামও বেশি। এমনিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাবা-মায়েরা তাদের সীমিত উপার্জন দিয়ে কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাচ্ছেন, তার ওপরে গ্যাসের সংকট যেন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এলাকার গ্যাস সংকট সমাধানের দাবিতে এলাকাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন।
 

অনিক/বকুল  


সর্বশেষ

পাঠকপ্রিয়