ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলম গ্রেপ্তার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৩০ অক্টোবর ২০২৪  
শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলম গ্রেপ্তার 

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রনি আলম

রাজধানী ঢাকার শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলমকে (৩০) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩০ অক্টোবর) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তাপস কর্মকার জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার ছনবাড়ী চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে রনি আলমকে আটক করা হয়। রনি আলম ঢাকার শ্যামপুর থানার উত্তর জুরাইন এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি। 

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শ্যামপুরের এস আহমেদ সিএনজি গ্যাস পাম্পে ভাঙচুর-লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ওই পাম্পে ১ কোটি ৮ লাখ টাকার ক্ষতি হয়। সন্ত্রাসীদের ভাঙচুরে বাধা দেওয়ায় পাম্পের ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করে জখম করে সন্ত্রাসীরা। ওই পাম্পের ম্যানেজার মো. খাইরুল আলম (৫০) স্থানীয় লোকজনদের সহযোগিতায় পাম্পের আগুন নিভিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। পাম্পের মালিক রাজধানী ঢাকার শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি আলমসহ ৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের মামলা করেন।

আরো পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। বুধবার বিকালে রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  
 

রতন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়