ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

আগুনে পুড়লো ঘর, মারা গেলো কিশোরী

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৩০ অক্টোবর ২০২৪  
আগুনে পুড়লো ঘর, মারা গেলো কিশোরী

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে স্মৃতি আক্তার (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরী মারা গেছে। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর গ্রামে ঘটনাটি ঘটে। কীভাবে আগ্নিকাণ্ডের সূচনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি এলাকাবাসী ও পুলিশ। 

মারা যাওয়া স্মৃতি একই ইউনিয়নের গাজী বাড়ির কামাল হোসেনর মেয়ে। সে শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী।

এলাকাবাসী জানান, স্মৃতি প্রতিবন্ধী। তার বাবা প্রবাসী। সে বাড়ির একটি ঘরে একাই থাকতো। পাশের আরেকটি ঘরে থাকতেন তার সৎ মা আফরোজা বেগম। আজ ভোর ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঘরটিতে আগুন জ্বলতে দেখেন। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। পরে ঘরে থেকে স্মৃতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন তারা। 

আরো পড়ুন:

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে।  

সুজন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়