ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

ফাঁদে ধরা পড়ল বিরল প্রজাতির গন্ধগোকুল 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৩০ অক্টোবর ২০২৪  
ফাঁদে ধরা পড়ল বিরল প্রজাতির গন্ধগোকুল 

মাদারীপুরে বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল ধরা পড়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার এটি আটক করে। প্রাণীটির শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে মানুষ ভিড় করেন।

বিরল এই প্রাণীটি ইঁদুর মারার ফাঁদে আটকা পড়ে। পরে এটিকে অন্য বড় খাঁচায় আটকে রাখা হয়। বিলুপ্ত প্রাণীটিকে কেউ বলেন তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ বলেন সাইরেল। মূলত বনজঙ্গল ও পুরাতন এলাকার গাছপালায় প্রাণীটির আবাসস্থল। এর শরীর থেকে পোলাও চালের সুগন্ধ বের হয়। তাই এটিকে গন্ধগোকুল নামে ডাকা হয়। 

খবর পেয়ে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল গিয়ে বন কর্মকর্তারা প্রাণীটিকে নিয়ে আসেন। এটিকে চিড়িয়াখানা কিংবা বনাঞ্চলে অবমুক্ত করা হবে। 

কৃষক মনির তালুকদার বলেন, ‘কয়েকদিন থেকে অচেনা প্রাণী ঘোরাফেরা করছিল। ইদুর ধরার ফাঁদ পেতে সেটি আটক করি। শুনেছি এই প্রাণীটি বিরল প্রজাতির। এটি সচরাচর দেখা মেলে না। দুপুরে প্রাণীটি বনবিভাগের লোকজন নিয়ে গেছে।’  

সামাজিক বনবিভাগ মাদারীপুরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এখন গন্ধগোকুল তেমন দেখা যায় না। এটিকে আপাতত মাদারীপুর অফিসে রাখা হয়েছে। পরে কোনো চিড়িয়াখানা কিংবা বনাঞ্চলে অবমুক্ত করা হবে। 
 

বেলাল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়