ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৩০ অক্টোবর ২০২৪  
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন ও গাজী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে সংঘর্ষ হয়। নিহতরা হলেন, ছাতারপাড়ার বেগুনবাড়িয়া এলাকার আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। নিহত দুইজন গাইন গ্রুপের সদস্য। তারা সম্পর্কে আপন ভাই।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন ও গাজী এবং পিয়াদা গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। প্রায় প্রতিবছরই এ নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মহড়া, হামলা হয়। এরই জের ধরে বুধবার বিকেলে ছাতারপাড়া বাজারে গাইন গ্রুপের আব্দুল হামিদের উপরে হামলা চালায় গাজী গ্রুপের লোকজন। এ সময় ভাইকে বাঁচাতে পাল্টা হামলা চালালে নজরুল ইসলামও মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহত কয়েকজনের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়