সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, পরিবার ও এলাকাবাসীর ভিন্ন বক্তব্য
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মসজিদের বিদ্যুতের বিলের টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জেরে সাতক্ষীরায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মারধরে নিহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের আবাদেরহাটে ঘটনাটি ঘটে।
নিহতের ছেলের দাবি, গতকাল রাতে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সেখান থেকে বাড়িতে ফিরে আব্বা মারা গেছেন। কেউ তাকে মারেনি।
পুলিশ বলছে, দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তির ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া ছাড়া এ বিষয়ে কিছুই জানানো সম্ভব নয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান। তিনি সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। তিনি আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এলাকাবাসী জানান, আবাদেরহাটের বাজার ব্যবসায়ীদের কাছ থেকে গতকাল রাতে মসজিদের বিদ্যুৎ লাইনের মাসিক টাকা আদায় করছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। এক ব্যবসায়ীর দোকানে গিয়ে আব্দুল মান্নান বিদ্যুৎ লাইনের টাকা চান। এসময় দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সঙ্গে আব্দুল মান্নানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তমিজউদ্দীন আব্দুল মান্নানকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে আব্দুল মান্নান মারা যান।
নিহতের ছেলে সোলায়মান রাজু বলেন, ‘রাতে একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সেখান থেকে বাড়িতে গিয়ে আব্বা মারা গেছেন। কেউ তাকে মারেনি।’
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। নিহত আব্দুল মান্নানের পরিবার বলছেন স্ট্রোক করে তিনি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, মারধরে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।’
শাহীন/মাসুদ