ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

কেরানীগঞ্জে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৩০ অক্টোবর ২০২৪  
কেরানীগঞ্জে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া সাউথ টাউন হাউজিং প্রকল্পে ভেতর ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ কাটা নিয়ে দুই পক্ষের মারামারি হয়।

এলাকাবাসী জানান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশ্রাফ আহমেদ মানিক বলেন, ‘সাউথ টাউন পড়েছে আমার এলাকায়, সেখানে ঢুকে তারা (পাভেল মোল্লার লোকজন) গাছপালা কেটে নেবে এটা হতে পারে না। এবিষয়ে তাদের আমার সাউথ টাউনের অফিসে ডাকি। তারা কয়েকশ লোক নিয়ে আমার অফিস ভাঙচুর করে।’

আরো পড়ুন:

জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সাউথ টাউন হাউজিং প্রকল্পের ভেতর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ কাটা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। কতোজন আহত হয়েছে সেটা জানা নেই। ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়