ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

‘খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে’ 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:০৮, ৩০ অক্টোবর ২০২৪
‘খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে’ 

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন

আওয়ামী লীগের সরকারের সকল খুনির দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। 

মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অসংখ্য নিরাপদ মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, তাদের মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামী নাটোরের লালপুর উপজেলা শাখার উদ্যোগে লালপুর শ্রী সুন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তারা ক্ষমতায় এসে ৫৭ জন চৌকস বিডিআর কর্মকর্তাকে হত্যা করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। ট্রাইব্যুনালের বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। অদৃশ্যের দেওয়া লিখিত রায় বিচারকরা ঘোষণা করতেন।

তিনি আরও বলেন, জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামীসহ জামায়াত নেতাদের মিথ্যা অপরাধে ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এত পাপ ও অন্যায় করেছে, শেষ পর্যন্ত তারা পালিয়েছেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে সেই অনুরোধ রইলো।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও জামায়াতে মনোনীত নাটোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রাথী অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। 

আরিফুল/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়