ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩০ অক্টোবর ২০২৪  
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারাকপুর এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জুয়েল খন্দকার (১৬)। সে উপজেলার কাঠিপাড়া এলাকার লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ছিল। একই মোটরসাইকেলে থাকা সোয়ান গুরুতর আহত হয়েছে। সোয়ান শুক্তাগড় এলাকার মৃত সোহাগের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লার এলাকা থেকে সোয়ানকে সঙ্গে নিয়ে জুয়েল মোটরসাইকেলে বেপরোয়া গতিতে রাজাপুর আসছিল। বারাকপুর এলাকায় টমটমের পিছনে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুয়েল মারা যায়। আহত সোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।

আরো পড়ুন:

রাজাপুর থানার ভা্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়