ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

বগুড়ায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদণ্ড 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ অক্টোবর ২০২৪  
বগুড়ায় স্ত্রী হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদণ্ড 

বগুড়ায় স্ত্রীকে হত্যার দা‌য়ে চান মিয়া না‌মে একজনের মৃত্যুদ‌ণ্ডের আদেশ দি‌য়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন৷ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদালত পুলিশে‌র পরিদর্শক মোসাদ্দেক হোসেন। 

দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে। 

পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সাথে তার স্ত্রী ফুলবানুর সাথে ঝগড়া হয়। এর এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেঞ্জি দিয়ে ফুলবানুর গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে৷ এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে ঘরের তিরের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। এ ঘটনার পর‌দিন ঘটনার সা‌থে জ‌ড়িত স‌ন্দে‌হে পুলিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার করে। ওই দিনই ফুলবানুর বাবা থানায় এক‌টি হত্যা মামলা দায়ের করেন। প‌রে পু‌লিশ চাঁন মিয়াকে গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তে পাঠান। চাঁন মিয়া আদাল‌তে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।  

পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সেই চার্জশিট দাখিলের পর দীর্ঘ শুনানী শেষে শেষে আদালত রায় ঘোষণা করেন। 

মোসাদ্দেক হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। প‌রে তা‌কে কারাগা‌রে পাঠানো হ‌য়ে‌ছে। 

এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়