রূপগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: ২ ভাইয়ের পর বাবা ও বোনের মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনায় দুই ভাইয়ের পর তাদের বাবা ও ছোট বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ও বুধবার (৩০ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, বাবা বাবুল (৪৫) ও তার মেয়ে তাসলিমা (১২)। নিহত বাবুলের ভাই মঙ্গল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গল মিয়া বলেন, ‘গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর এবার বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তাসলিমা মারা যায়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আমার ভাই বাবুল মারা যায়।’
চিকিৎসাধীন বাকি দুইজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানান তিনি। নিহতদের মরদেহ হবিগঞ্জের নবীগঞ্জ থানার সুজাপুর এলাকায় তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেলের পর তাদের বাবা বাবুল ও ছোট বোন তাসলিমার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনিক/বকুল