ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পুলিশে চাকরি দিতে প্রতারণা, গ্রেপ্তার ৪

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৩১ অক্টোবর ২০২৪  
পুলিশে চাকরি দিতে প্রতারণা, গ্রেপ্তার ৪

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। বৃহস্পতিবার  (৩১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোকলেছুর রহমান, খোর্দমেগচামী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিবুল ইসলাম এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের আব্দুল হাই কাজীর ছেলে নুরুল ইসলাম।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার সালখি গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে জোবায়ের পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন। হামিদুল ইসলাম বিষয়টি জানতে পেরে জোবায়েরকে ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। গত ২৬ অক্টোবর তারিখে রাজবাড়ী পুলিশ লাইনসের সামনে থেকে হামিদুল ও মোকলেছ চাকরির খরচের কথা বলে জোবায়েরের কাছ থেকে দুই হাজার টাকা নেয়। পরে জোবায়ের বিষয়টি তার বাবা ওয়াজেদ আলীকে জানায়। ওয়াজেদ আলীর বিষয়টি সন্দেহ হলে তিনি রাজবাড়ীর ডিবি পুলিশকে ঘটনাটি খুলে বলেন। রাজবাড়ীর ডিবি পুলিশ বিষয়টি আমলে নিয়ে প্রতারণার সাথে জড়িতদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব জানান, এ ব্যাপারে ওয়াজেদ আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

রবিউল/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়