ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

টাঙ্গাইলে আদালত চত্বরে সাবেক পৌর মেয়র মুক্তি গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৩১ অক্টোবর ২০২৪  
টাঙ্গাইলে আদালত চত্বরে সাবেক পৌর মেয়র মুক্তি গ্রেপ্তার 

হুইল চেয়ারে বসে আদালতে হাজিরা দিতে আসেন সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি গ্রেপ্তার হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ জানান, মুক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সাবেক পৌর মেয়র মুক্তির নামে কয়েকটি মামলা রয়েছে। সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

মেয়র সহিদুর রহমান খান মুক্তি দুপুর ১২টার দিকে হুইল চেয়ারে করে আদালত কক্ষ থেকে বের হন। তখন তিনি আদালত চত্বরে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখতে পান। পুলিশ সহিদুরকে বহন করে আনা অ্যাম্বুলেন্স আদালতের সামনে থেকে আগেই সরিয়ে দেয়। অবস্থা দেখে সহিদুর আদালত কক্ষে ফিরে যান।

বিকেল সোয়া ৩টার দিকে তিনি হুইল চেয়ারে করে আদালত কক্ষ থেকে বের হন। আদালত চত্বর থেকে বাইরে আসার পর টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ আমানুর রহমান খান ওরফে রানার ভাই। 

আদালত সূত্র জানায়, ফারুক আহমেদ হত্যা মামলায় সহিদুর রহমান গত ২২ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন। পরে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মামলার ধার্য তারিখে তিনি অ্যাম্বুলেন্সযোগে আদালতে আসেন।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়