ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৬ ১৪৩১

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও গণভোজ

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০২৪  
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও গণভোজ

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার খুশিতে গরু নিয়ে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী৷ পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরের আলুপট্টি মোড় থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিল শুরু হয়৷ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু সিমলা পার্ক শিশু একাডেমির সামনে গিয়ে মিছিল শেষ হয়৷ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার খুশিতেই এ আয়োজন। মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণভোজের আয়োজন রয়েছে। 

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী কলেজের অন্যতম সমন্বয়ক সোহেল রানা বলেন, বিগত সময়ে ছাত্রলীগ যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তার জন্য সংগঠনটি নিষিদ্ধ করা ভালো সিদ্ধান্ত। এ আনন্দে তাদের এমন আয়োজন।

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়