ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চাঁদপুরে পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৩১ অক্টোবর ২০২৪  
চাঁদপুরে পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ পিংড়া গ্রামে পুকুরে ডুবে জমজ শিশু জুবায়ের ও জুনায়েদের মৃত্যু হয়েছে। তাদের বয়স সাড়ে ৫ বছর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দক্ষিণ পিংড়া গ্রামের খান বাড়িতে তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশু প্রবাসী শরীফ খানের সন্তান। তারা বহরী শিশু একাডেমির শিশু শ্রেণিতে পড়ত।

বহরী শিশু একাডেমির প্রধান শিক্ষক মো. সেলিম ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির পুকুরে দুটি শিশু গোসল করতে যায়। প্রায় ১ ঘণ্টা ফিরে না আসায় তার মা খুঁজতে বের হন এবং জুবায়ের ও জুনায়েদ পুকুরে ভাসতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগে শিশু দুটি মারা যায়।

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। 

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়