গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে হামলা করা হয়।
পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাঙ্গাবাাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে সাদা পোশাকের ৮ পুলিশ সদস্য তাকে আটকের জন্য যান। এ সময় অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালানো হয়। হামলায় ৫ পুলিশ সদস্য ও তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
আহত উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও কন্সটেবল আব্দুর রব, শামীম, মানিক গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আরেকজন পুলিশ কনস্টেবল এবং অটোরিকশার চালক বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ৫ পুলিশ সদস্যের মধ্যে দুই জন বেশি আহত হয়েছেন। বাকি তিনজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ওই আওয়ামী লীগ নেতার সহযোগীরাই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টির অধিকতর তদন্ত করা হবে।
শিয়াম/বকুল