ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল রায়হানের
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইকের ধাক্কায় রায়হান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রায়হান নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়ার সৈয়দ মামুন ওরফে টগরের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কের জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে একটি ইজিবাইক রায়হানকে (৮) চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভুঁইয়া বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর অথবা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়।
রায়হানের চাচা সৈয়দ মাজহারুল ইসলাম জানান, রায়হানকে নড়াইল হাসপাতাল থেকে রেফার্ড করে দেয়ার পর যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে সে মারা যায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রায়হানের দাদি মারা গেলে তারা গ্রামের বাড়িতে যান। কর্মব্যস্ততার কারণে তার মা-বাবা শহরে চলে আসলেও গ্রামের পরিবেশ ভালো লাগায় সে তার ফুফুদের কাছে থেকে যায়।
চন্ডিবরপুর ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ ওসিকুল ইসলাম বলেন, ‘রায়হান ইজিবাইকের ধাক্কায় মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
শরিফুল/ইমন