ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

নানা আয়োজনে পটুয়াখালীতে শ্যামাপূজা উদযাপিত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৯, ১ নভেম্বর ২০২৪
নানা আয়োজনে পটুয়াখালীতে শ্যামাপূজা উদযাপিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা উদযাপিত হয়েছে। এই পূজা দীপাবলি উৎসব নামে বেশি পরিচিত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে জেলার অধিকাংশ মন্দিরে মন্ত্রোচ্চারণ ও কালী দেবীকে চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় এই পূজা। এ সময় ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গণ। পরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা।

কলাপাড়ার কেন্দ্রীয় নাট মন্দিরে আসা সুমন চন্দ্র বলেন, পরিবার পরিজন নিয়ে মন্দিরে এসেছি। গভীর রাত পর্যন্ত নানান অনুষ্ঠান হয়েছে। মা কালীর কাছে নানা প্রার্থনা করেছি।

চিংগড়িয়া এলাকার সম্রাট কর্মকার বলেন, আমাদের এখানে পাশাপাশি দুটি মন্দিরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। দুই মন্দিরেই ঘুরেছি। কালী মায়ের কাছে জগতের সকল অশুভ শক্তি পরাজিত করার অনুরোধ জানিয়েছি।

কলাপাড়া কেন্দ্রীয় নাট মন্দিরের পুরোহিত শিশির চক্রবর্তী বলেন, রাত ১১টা ৫২ মিনিটে শুভক্ষণে কালী মায়ের পূজা হয়েছে। এ সময় মন্ত্রোচ্চারণ ও কালী মাকে চক্ষুদান করা হয়েছে। প্রতিবছর নানা আয়োজনে এ মন্দিরে কালীপূজা হয়ে আসছে। এ বছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নারী-পুরুষ এই পূজায় অংশগ্রহণ করেন।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়