ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১ নভেম্বর ২০২৪  
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তারের খবরে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি ও বিজয়নগরে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জামিয়া ইউনুসিয়া ছাত্রাবাসের ছাত্ররা গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেন। 

কাউতুলি আনন্দ মিছিল শেষে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজ বলেন, সাবেক এই মন্ত্রী ধর্ম নিয়ে অনেক রাজনীতি করেছেন। আমরা যারা রাজনীতি করেছি জেল-জুলুমসহ অনেক হয়রানির শিকার হতে হয়েছে। বিনা ভোটের এমপি-মন্ত্রী হয়ে অনেক জ্বালিয়েছে। তার গ্রেপ্তারে আমরা অনেক খুশি। তার বিচার দাবি করছি। 

কৃষিবিদ সাহিনুর রহমান হৃদয় বলেন, ইসলাম বিদ্বেষী মনোভাব, যার ইশারায় ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের ১৭ জন শহীদ হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা শ্যামল ভাইয়ের বাড়ি ঘর যার নির্দেশে পুড়িয়ে দেওয়া হয়েছে,
সেই ফ্যাসিস্ট বিনা ভোটের এমপি রবিউলের ফাঁসির দাবিতে আজ জুমার পর পত্তন ইউনিয়ন ও সিংগারবিল ইউনিয়নের, ছাত্র জনতা, বিএনপি, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক বিক্ষোভের আয়োজন করা হয়েছে। 

আনন্দ মিছিল উপস্থিত ছিলেন- শেখ হাফিজ, জুয়েল খান, আব্দুল মন্নাফ, আব্দুল হক, মো. ইয়াহিয়া, শিশু মিয়া, জালাল মিয়া, সাইফুল, জাকির, কবির মাস্টার, শাহাবউদ্দিন, জিল্লু মেম্বার, নিজাম খান, মিষ্টু মিয়া, রাস্টু সরকার, খাবিবুর রহমান মনির, কাউছার আহমেদ, সজিব আহমেদ, তরিকুল ইসলাম সোহান, মাজহারুল করিম মামুন, নিজাম উদ্দিন, হুমায়ুন কবির, শামীম, তানভীর আহমেদ, রাফি, মকসুদ আলী, ইমন, ফয়সালসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীররা।

রুবেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়