ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

মাদারীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৩, ১ নভেম্বর ২০২৪
মাদারীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরহাদ শিকদার উপজেলার লক্ষ্মীপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে। কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায়নি।

নিহতের ভাই সোহেল শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে ফার্নিচারের কাজ করছিল ফরহাদ। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কোন জাতের সাপ কামড় দিয়েছে সেটা জানা যায়নি।

আরো পড়ুন:

বেলাল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়