ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে মানুষের ঢল

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩৩, ২ নভেম্বর ২০২৪
ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে মানুষের ঢল

ঢাক-ঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদেন লাঠির কসরত। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষায় পাল্টা আঘাতে মরিয়া ওঠেন লাঠিয়ালরা। আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুল ধরতে মাগুরা ডুমুরশিয়া বাজার বনিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা, বিচার গান ও গ্রামীণ মেলা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে জেলার মহম্মপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে ডুমুরশিয়া স্কুল মাঠে প্রাচীন ঐতিহ্যবাহী উৎসবটি দেখতে ভিড় করে হাজারো মানুষ।

 

লাঠিখেলায় নড়াইল দলের নারী লাঠিয়ালেরর লাঠির করসত দেখে মুগ্ধ উপস্থিত দর্শনার্থীরা। তাদের দলের সুসজ্জিত লাঠি খেলা প্রদর্শন মুগ্ধ করেছে সকর লাঠি প্রেমীদের। বিশেষ করে নারী লাঠিয়ালদের কসরত ছিল প্রশংসনীয়। এ খেলায় ৬টি লাঠিয়াল দল অংশ গ্রহণ করেন। লাঠি খেলা উপলক্ষে বাহারি সব দোকান বসেছে। 

নড়াইল থেকে আশা দর্শনার্থী রুবেল হোসেন জানান, লাঠি খেলা দেখতে আশা দর্শনার্থীরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রায়ই অনুষ্ঠিত হত। সময়ের সঙ্গে সঙ্গে এসব খেলাধুলা হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর হলেও লাঠি খেলা দেখতে পেরে খুশি তারা। প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি জানান তারা।

 

মেলা আয়োজক কমিটির সভাপতি রাজ্জাক মোল্লা বলেন, মেলা কর্তৃপক্ষ জানান, শত বছরের ঐতিহ্যকে ধরে রাতে এমন গ্রামীণ মেলার আয়োজন করেছেন। মেলায় অনেক এলাকা থেকে এসেছেন দর্শনার্থীরা। প্রতিটা বাড়িতেও এসেছেন আত্ময়-স্বজন। পুরো এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরার প্রত্যয় নিয়ে এমন উদ্যোগ বলে জানান আয়োজক কমিটি।

শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়