বরিশালে কালনাগিনীর বাচ্চা নিয়ে চাঞ্চল্য
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশালের গৌরনদীতে একটি সাপের বাচ্চা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি কালনাগিনীর বাচ্চা।
শুক্রবার (১ নভেম্বর) গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামে কালনাগিনীর বাচ্চাটি ধরার পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানিয়েছেন, শুক্রবার দুর্লভ প্রজাতির এই সাপের বাচ্চাটি দেখতে পায়। এরপর তারা কৌশলে সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, এটি একটি মৃদু বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো এখানে কালনাগিনী দেখা না যাওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতংক রয়েছে। রাতে সর্তকতার সাথে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউ টিমের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পলাশ/টিপু