ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৫, ২ নভেম্বর ২০২৪
মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতা নিহত

মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে শান্ত আহমেদ (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শান্ত আহমেদ চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা এলাকার বোরহান সরকারের ছেলে। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্পিডবোটের সাথে জাজিরা এলাকায় একটি ট্রলারের সংঘর্ষ হয়। এসময় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শান্ত আহমেদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহত যুবদল নেতার পরিবার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার।

রতন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়