ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

চায়ের রাজ্যে কুয়াশার চাদর

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২৪, ২ নভেম্বর ২০২৪
চায়ের রাজ্যে কুয়াশার চাদর

শরতে শীতের আমেজ। চায়ের রাজ্যে কুয়াশার দেখা। মেঘ কেটে গেছে, তাইতো শীতের হালকা আমেজে পাল্টাচ্ছে প্রকৃতির রূপ। শনিবার (২ নভেম্বর) রাতভর ছিলো হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালে দিগন্ত জুড়ে নেমেছে কুয়াশার চাদর। প্রকৃতির নিয়মেই কমতে শুরু করেছে তাপমাত্রাও।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক অফিস সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ১ ডিগ্রি থেকে ২৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় ধীরে শীত নামছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ১৫ অক্টোবর থেকে চায়ের সবুজ প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়।

বিকেল থেকে উত্তরে হালকা হিমেল বাতাস বহে নিয়ে আসে শীতের পরশ। সন্ধ্যার পর থেকে কুয়াশা নামতে শুরু করে। রাত বাড়ার সাথে কুয়াশাও বাড়তে থাকে। সকালের প্রকৃতি ছিল কুয়াশার চাদরে ঢাকা। গাছের পাতায় শিশির বিন্দু জমতে দেখা যায়। বেলা বাড়লেও কচি ধানের ডগায় জমে রয়েছে শিশির বিন্দু।

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে বৃষ্টিপাত বেশী হয়েছে। এ জন্য দেরীতে কুয়াশা নামছে। প্রকৃতি বিলাচ্ছে শীতের পরশ। রাতের বেলা আর ফ্যান চালানো লাগছে না।

ভোরে বেড়াতে আসা শহীদুর রহমান বলেন, এবার কুয়াশা পড়তে কিছু দেরী হয়েছে। আজ প্রথম কুয়াশার দেখা মিলছে। হালকা শীতের পরশে শরীর মন জুড়িয়ে গেছে।

এ সময় কথা হয় নজরুল মিয়ার সাথে। তিনি বলেন, হেমন্ত ঋতু শুরুর সাথে শীতের আমেজ শুরু হলেও এবার বৃষ্টির প্রবণতা বেশী থাকায় ধীরে নামছে শীত। তীব্র তাপমাত্রা চলে গেছে। হালকা শীত আরামদায়ক। বেশী শীত ভালো লাগে না। গত কয়েকদিন ধরে রাতে ফ্যান চালানো লাগছে না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ১৫ অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হলে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে। এর মধ্যে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আবহাওয়ার তারতম্য ঘটে যায়। তবে তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাপমাত্রা রের্কড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আজিজ/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়