ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

নড়াইলে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩০, ২ নভেম্বর ২০২৪
নড়াইলে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে যুগল কুমার পাঠক (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাতে কালী পূজার প্রসাদ আনতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল কুমার পাঠক বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কালী পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।  শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরের পাশে পুকুর পাড়ে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখতে পান পরিবারের লোকজন। পরে পুকুরে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

শনিবার (২ নভেম্বর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, যুগল কুমার পাঠকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে । হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়