ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল ওসমান পরিবার’

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২ নভেম্বর ২০২৪  
‘নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল ওসমান পরিবার’

গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় ছিল তখনই ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, গত ১৫ বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়। এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবার কীভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করে জানে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছিল।

শুক্রবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণ অধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনিক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়