ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাকবিতণ্ডা, হামলায় প্রাণ গেল বাবার
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আব্দুল্লাহ। ফাইল ফটো
নরসিংদীর রায়পুরায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (৭০) গুলিয়াকান্দি এলাকার মৃত আব্দুল সালামের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছেলে শরীফের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য এরশাদের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে বাঁশগাড়ী নতুন বাজারের সামনে এরশাদ মেম্বার ও তার লোকজন শরীফকে মারধর শুরু করে। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসেন আব্দুল্লাহ। এ সময় তাকেও মারধর করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাসার বলেন, মৃত অবস্থায় পল্লী চিকিৎসক আব্দুল্লাহকে হাসপাতালে আনা হয়।
হৃদয়/কেআই