ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

মানববন্ধনে এসে ক্ষমা চাইলেন চিহ্নিত মাদক কারবারি

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১২, ২ নভেম্বর ২০২৪
মানববন্ধনে এসে ক্ষমা চাইলেন চিহ্নিত মাদক কারবারি

চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চাইলেন খোরশেদ নামে চিহ্নিত এক মাদক কারবারি। শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। তাদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে।

সম্প্রতি তাদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ উঠে। এর প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শুক্রবার রাতে যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে মাদক কারবারি খোরশেদ নিজে হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।

এলাকাবাসীর উদ্দেশ্যে খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আর মাদক বিক্রি করব না।

এ সময় স্থানীয় জনগণ বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মাদক কারবারি দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবেন না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।

অমরেশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়