ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ ফেরি চলাচল

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৫, ২ নভেম্বর ২০২৪
আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ ফেরি চলাচল

ফাইল ফটো

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে ১০টা থেকে ফেরিচলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কর্যালয় কর্তৃপক্ষ। নৌরুটের চ্যানেলের গভীরতা বাড়লে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কর্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা নদীতে ডুবচরের কারণে মাঝে মধ্যে নৌ-চ্যানেলে যানবাহন বোঝাই ফেরি আটকা পড়ছিল। আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপরও ফেরিগুলো ঝুঁকি নিয়ে নৌরুটে যানবাহন পারাপারে চলাচল করছিল। নদীতে পানি কমে যাওয়ায় নৌ চ্যানেলটি সরু হতে থাকে। এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল করার জন্য যতটুকু গভীরতা এবং পানি প্রয়োজন তা নেই। ফলে নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টার থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরিচলাচল বন্ধ ছিল। ফলে উভয় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। 

আরো পড়ুন:

বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটে ফেরি চলাচলের জন্য নৌ-চ্যানেলের গভীরতা কমে গেছে এবং ফেরি চলাচলের জন্য চ্যানেলে পানিও কম। নাব্যতা সংকট না কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। নৌ-চ্যানেলটি সচল না করা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানান।

চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়