ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২ নভেম্বর ২০২৪  
কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা 

কৃষিপণ্য বহনে কৃষক বা ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতি ঠেকাতে কম খরচে পণ্যপরিবহনের জন্য চালু করা ট্রেনটি প্রথমযাত্রার পরই বন্ধ করে দেওয়া হলো। 

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার (২ নভেম্বর) ট্রেনটি দ্বিতীয়দিনের মতো কৃষিপণ্য নিয়ে যাত্রার কথা থাকলেও তার আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার (১ নভেম্বর) রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। ট্রেনটির প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরো পড়ুন:

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়