ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২ নভেম্বর ২০২৪  
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

গ্রেপ্তার তিন ডাকাত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, চুনারুঘাট উপজেলার পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মিজানুর রহমান (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে ফয়সল আহমদ (৩০) এবং একই উপজেলার মাতার এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ছালিক আহমদ (২৮)। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার ভোরে থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই লিটন রায়সহ একদল পুলিশ সদস্য অভিযান চালান। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চাইনিজ দা, গ্রিলকাটা কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।  

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়