ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল দাবি স্বতন্ত্র প্রার্থীর

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪০, ২ নভেম্বর ২০২৪
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল দাবি স্বতন্ত্র প্রার্থীর

লিখিত বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী কে এম বজলুল হক

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী কে এম বজলুল হক খান। শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 

২০২২ সালের মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জেলা পরিষদের চেয়ারম্যানদের বহিষ্কার করেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে এম বজলুল হক বলেন, ‘মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা পরিষদ নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ ছিল। আমাকে নির্বাচন থেকে সরাতে হেন কাজ নেই, যা তার দল এবং তিনি করেননি। আমার বাড়িঘর ভাঙচুর লুটপাট করেছে তার দলের দুর্বৃত্তরা। আমাকে এবং আমার পরিবারকে লাঞ্ছিত করেছে। নির্বাচনে কারচুপির মাধ্যমেও যখন দেখলেন তিনি বিজয়ী হতে পারছেন না, তখন প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার দল তাকে নির্বাচিত ঘোষণা করেন।’  

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘অন্য সব জেলাতে বিকেল ৪টার ভিতরে ফল ঘোষণা হতে থাকলেও মানিকগঞ্জে রাত ৮টা পর্যন্ত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দফায় দফায় বৈঠক চলে। আমার এজেন্ট এবং কর্মীদের লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পর আমি আদালতে মামলা করেছি, মামলাটি চলমান। আমি এবং আমার ভোটাররা আদালতের রায় মেনে নিতে প্রস্তুত।’ 

এ সময় স্টেডিয়াম রোড জামে মসজিদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির প্রধান উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।
 

চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়