ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

চকরিয়ায় পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২ নভেম্বর ২০২৪  
চকরিয়ায় পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে গোসলে নেমে ডুবে আল ফয়েজ (১০) ও জুহুরার ছামির (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্ভর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার অলির বাপের পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদের পুকুরে তারা ডুবে যায়।

নিহত আল ফয়েজ ওই এলাকার মো. সাহাব উদ্দীনের ছেলে। সে সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। জুহুরার ছামির একই এলাকার মোহাম্মদ স্বপনের ছেলে এবং সিকদারপাড়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. কফিল উদ্দীন বলেন, শিশুরা খেলাধুলা শেষে মসজিদের পুকুরে গোসল করতে নামলে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে। 
 

তারেকুর/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়