ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০২, ২ নভেম্বর ২০২৪
শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

শেরপুরে পুকুরের পানিতে ডুবে মাহিন মিয়া (৬) ও জুনায়েদ হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে মারা যায় তারা। 

মারা যাওয়াদের মধ্যে মাহিন মিয়া নিজপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। জানুয়েদ হোসেন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ বিকেলে মাহিন ও জুনায়েদ বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। এলাকাবাসীও তাদের সহায়তা করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।

শেরপুর সদর থানার ওসি মো. জোবায়দুল ইসলাম বলেন, ‘কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার জাহানের ফোন পেয়ে আমরা ঘটনাটি জানতে পারি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের থেকে কোনো অভিযোগ আসেনি।’

তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়